লকডাউন চলাকালীন রাজ্যে চট ও চা শিল্পে কাজ বন্ধ রাখার দাবি


মঙ্গলবার,০৭/০৪/২০২০
604

লকডাউন চলাকালীন রাজ্যের কোন চট শিল্প বা চা শিল্পে যাতে পুনরায় কাজ শুরু না হয়, রাজ্য সরকারের কাছে সেই দাবি রাখল এ আই ইউ টি ইউ সি। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলছে। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বারবার বলছে সকলে যেন লকডাউন মেনে চলে। কিন্তু আশ্চর্যের সঙ্গে দেখলাম কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং খাদ্য দপ্তর এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জুট ইন্ডাস্ট্রিজ এবং টি ইন্ডাস্ট্রি লকডাউন এর আওতার বাইরে। এখানে কাজ শুরু করা হবে।

এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে এবং একসঙ্গে কাজ করে। এখানকার কাজের যে চরিত্র তাতে করে পাশাপাশি কাজ করতে হয়। সরকার যে বলছে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা সে ক্ষেত্রে এখানে তা রক্ষিত করা সম্ভব নয়। যদি কারখানা চালু হয় তাহলে এইসব অঞ্চলে বিস্ফোরক পরিস্থিতির তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। অশোকবাবুর আবেদন, এরাজ্যে রাজ্য সরকার বিষয়টি যাতে গুরুত্বসহকারে চিন্তাভাবনা করে লকডাউন চলাকালীন চা এবং পাট শিল্পে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট