StoryMirror কি?
StoryMirror ভারতবর্ষের একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পাঠকদের সাথে লেখকদের যোগাযোগ স্থাপন করা হয় । বিশ্বের পাঠকরা তারা তাদের ভাষার লেখকদের খুঁজে নেয় এবং তাদের লেখকদের লেখা গল্প এবং কবিতা পড়তে পারে । মোট ১০টি ভাষায় অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয় । আগামীতে আরও কিছু ভাষা যোগ হবে ।
কেন StoryMirror এ লিখবেন ?
(১) সারা বছর প্রতিযোগিতার মাধ্যমে লেখকদের উৎসাহ দেওয়া হয় এবং ব্যস্ত রাখা হয় । লেখকদের সার্টিফিকেট এবং পুরষ্কার দেওয়া হয় ।
(২) লেখকদের যেসব লেখা গল্প / কবিতা / নিবন্ধ প্রকাশিত হয় সব লেখকদের একাউন্টে একসাথে থাকে এবং প্রত্যেকটি লেখা গল্প / কবিতা / নিবন্ধের পাশে লেখকদের নাম দিয়ে কপিরাইট থাকে অর্থাৎ একমাত্র সেই লেখকেরই সম্পূর্ণ অধিকার কপি করার ।
(৩) স্কুল ছাত্র-ছাত্রী, কলেজ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা থাকে ।
(৪) বই প্রকাশের সুযোগ আছে ।
(৫) নিজস্ব লেখার অডিও পাঠানোর সুযোগ আছে ।
(৬) প্রত্যেক সপ্তাহে পাঠকরা Author of the Week খুঁজে নেয় ।
(৭) বছরের শেষে এই সব Author of the Week এর থেকে আবার পাঠকরা Author of the Year খুঁজে নেয় ।
www.storymirror.com এ গল্প, কবিতা এবং আবৃত্তি যারা পাঠাতে চান তারা সবাই [email protected] এ আপনাদের ইমেইল আইডি পাঠিয়ে দিন।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More