মালদায় ৩০০ টি পরিবারের ২ মাসের খাদ্য সামগ্রী দিল ইকোনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি


মঙ্গলবার,১৪/০৪/২০২০
1296

নিজস্ব সংবাদদাতা, মালদা: মারণ করোনা মহামারী কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুৃষের জীবিকা। অনাহারে দিন কাটাতে হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষের। এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে মানুষের পাশে দাঁড়াতে। সরকারি উদ্যোগের পাশাপাশি পশ্চিমবঙ্গের মহানগরী থেকে জেলা সর্বত্রই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণকার্য পরিচালিত হচ্ছে। সমাজসেবী সংস্থা ইকনমিক রুরাল ডেভলপমেন্ট সোসাইটিও এগিয়ে এসেছে গরিব মানুষের সেবায়। তাদের মালদা জেলার বামনগোলা থানার পাকুয়াহাট থিনগর প্রজেক্ট অফিস থেকে জীবিকা হারানো এইরকম মজুরীহীন, খাদ‍্যহীন ন’টি গ্ৰামের (থিনগর, সালালপুর, জাইতন, কানাতিপাড়া, সুভাষপল্লী, কামারডাঙ্গা, পাউল, মির্জাপুর, খিড়িপাড়) ৩০০ জন পরিযায়ী দিনমজুর ও তাদের পরিবারকে চাল, মুসুর ডাল, আটা, চিনি, সর্ষের তেল, নুন, চিঁড়ে, মুড়ি, সোয়াবিন, জিরে, হলুদ, আমূল দুধ, ব্রিটানিয়া বিস্কুট, ডিটারজেন্ট, লাইফবয় সাবান ও ডেটল সাবান সহ অত‍্যাবশক খাদ‍্যসামগ্ৰী বিনামূল্যে বিতরন করে সংস্থার ৮ জন সমাজকর্মী ও স্থানীয় পঞ্চায়েত সদস‍্য ও আই.সি.ডি.এস কর্মীর উপস্থিতিতে। বিতরন হওয়া খাদ‍্যসামগ্ৰী আগামী দু মাস ধরে ৩০০ টি পরিবারের মুখে খাদ্য জোগাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি মালদা জেলার বামনগোলা ব্লকের থিনগর ও সন্নিহিত ৪৫ টি গ্ৰামে বিভিন্ন জনহিতকর কর্মসূচি যেমন: শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, খেলাধুলা, সুলভ শৌচাগার নির্মাণ, মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভর কর্মসূচি, মাইক্রো ক্রেডিট, তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু বিবাহ, শিশুদের উপর অত‍্যাচার ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতা শিবির পরিচালনাসহ-কর্মসূচি গুলি রূপায়িত করে চলছে ১৯৮৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট