হাবু খেলা, কান পরিষ্কার করা পেশা সর্দারপাড়ায় সাহায্যের হাত বাড়াল স্বেচ্ছাসেবী সংগঠন


বুধবার,১৫/০৪/২০২০
704

লকডাউনের মেয়াদ আরও বাড়ল। বাংলা নববর্ষের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করলেন আগামী ৩ মে পর্যন্ত সারাদেশে লকডাউন চলবে। দেশজুড়ে লাগাতার লকডাউন চলায় কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দেখা দিয়েছে গভীর খাদ্য সংকট। বিশেষ করে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অবস্থা আরও সঙ্গীন। হাবু খেলা দেখিয়ে, অন্যের কান পরিষ্কার করে কোনরকমে রুজি-রুটি চলে নদিয়ার চাকদা ব্লকের তাঁতিগাছি সর্দার পাড়ার বাসিন্দাদের। লকডাউনের জেরে বেরোতে না পারায় কাজ বন্ধ হয়ে গিয়েছে।

বাড়ির বাচ্চাদের মুখে পর্যন্ত খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এইসব হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চাল, আলু, মুড়ি, সোয়াবিন তুলে দেওয়া হলো তাদের হাতে। কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবী কার্তিক ব্যানার্জির উদ্যোগে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এসব মানুষদের হাতে। উপস্থিত ছিলেন স্থানীয় যুবক নবজিৎ, বিমলরা। এই কঠিন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সর্দার পাড়ার বাসিন্দারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট