করোনা পরিস্থিতিতে জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন সোমেন মিত্র


বুধবার,১৫/০৪/২০২০
718

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। এই উদ্ভূত পরিস্থিতিতে জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের খবর, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতি ও অন্যান্য কার্যকর্তাদের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার আবেদন রাখলেন। ভিডিও কনফারেন্সে ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক গৌরব গগৈও। আলোচনায় উঠে আসে করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকাও।

পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ লকডাউনের জেরে বিপদের সম্মুখীন। সেইসব বিপদগ্রস্ত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় তা নিয়ে জেলা কংগ্রেস সভাপতিদের কাছ থেকে মতামত নেওয়া হয়।আলোচনায় করোনা মোকাবিলায় দলের ভূমিকার বিষয়টিই ছিলো মূল বিবেচ্চ। জানা গিয়েছে অনেক জেলা কংগ্রেস সভাপতি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। দুস্থ গরিব মানুষের জন্য সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও প্রকৃত তা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এমন বক্তব্যও উঠে আসে অনেক জেলা থেকে। সামগ্রিক বিষয় দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট