পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কোন উদ্যোগ নেননি প্রধানমন্ত্রী, অভিযোগ সূর্যকান্ত মিশ্রের


শুক্রবার,১৭/০৪/২০২০
675

পরিযায়ী শ্রমিকদের রাজ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিক কেন্দ্র এবং রাজ্য সরকার। শনিবার এক ভিডিও বার্তায় এই দাবি জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুধু পরিযায়ী শ্রমিক নয়, যাঁরা ভিন রাজ্যের চিকিৎসার জন্য গিয়েছিলেন বা পর্যটনে গিয়েছিলেন তাদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। দাবি সূর্যবাবুর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সর্বদলীয় বৈঠকে দলের পক্ষ থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে এইসব মানুষদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, প্রধানমন্ত্রী যে সর্বদলীয় বৈঠক করেছিলেন সেখানে পার্টির পক্ষ থেকে যেসব প্রস্তাব রাখা হয়েছিল তার কোনটাই মান্যতা পায়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বদলীয় বৈঠকে স্পেশাল হেল্পলাইন করার কথা বলা হয়েছিল। একটা হেলপ্লাইন হলেও আসলে কেউ হেল্প পেয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট