লকডাউনের বাজারে ২০০ পরিবারের রেশনের দায়িত্ব নিলেন আলতাফ বাবা


শুক্রবার,১৭/০৪/২০২০
562

তেমন সামর্থ নেই। তাই বলে এলাকার মানুষের দুঃখে পাশে দাঁড়াবেন না? নিজের সামর্থ অনুযায়ী পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার প্রায় ২০০ টা পরিবারের হাতে তুলে দিলেন রেশন। এলাকার মানুষ তাঁকে আলতাফ বাবা বলেই চেনে।এই লকডাউনের জেরে পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর প্রায় দিনই খাওয়া জুটছে না।কথা কানে আসতেই আলতাফ বাবা নিজের পুঁজির দিকে আর ফিরে তাকাননি। জ্যোতিষ চর্চা করে যে টুকু জমাতে পেরেছিলেন তার ওপর নির্ভর করে প্রায় ২০০টি পরিবারের হাতে তুলে দিলেন ১০০০কিলো চাল,১০০০কিলো ডাল,পরিবার পিছু ২কিলো আলু।

আলতাফ বাবার এ হেন প্রচেষ্টায় খুশী এলাকাবাসী। শুধু তাই নয়,নিয়ম মেনে কুপন দিয়ে ২০০ টি পরিবারের হাতে রেশন তুলে দিতে পেরে খুশী তিনি নিজেও।করোনার জেরে যদি মানুষের সমস্যা বাড়ে তবে আগামী দিনেও তিনি এই দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর পাশে আবার দাঁড়াতে চান বলে জানিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট