কবিতা :- সাবধান


বৃহস্পতিবার,২৩/০৪/২০২০
2394

সাবধান
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

সাবধান নিজ ভুল হতে
দীর্ঘ পথ চলার আছে।
রইবে ভাইরাস আর কতক্ষন
কে জানে।
১০কোটি গেছে স্প্যানিশ ফ্লু হতে
কলেরা, প্লেগ নামগুলি
ভয় আনে মনে।
করোনা আরো সাংঘাতিক।
তবে প্রযুক্তির উন্নতিতে
বিপর্যয় হতে পারে নিয়ন্ত্রণ।
ক্ষমতার প্রতি বিশ্বাস
পরিস্থিতি জটিল
সাবধান।
আরো পথ চলার আছে।
ভয়াবহ পরিস্থিতির সম্মুখিনে
সাবধান।
কর্মে নিপুণ বহু কর্মী
সেবাদানে রত।
তবে মেনে চলো নিয়মনীতি।
নইলে জীবন যাবে চলে
ফিরবে না আর ফিরবে না আর
কখনো।

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

Ads

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট