অক্ষয়তৃতীয়াতে নেই আলোর ঝলকানি, যাত্রাপাড়ায় মেঘের ঘনঘটা


রবিবার,২৬/০৪/২০২০
2977

অক্ষয় তৃতীয়ায় নতুন আবাহন ডেকে আনে যাত্রাপালায়। আলোয় ঝলমল করে অপেরা পার্টির অফিস গুলো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নায়েক বন্ধুরা আসেন যাত্রা বুক করার জন্য। বছরের এই শুভ দিনটাতে যাত্রা পাড়ায় জানান দিয়ে যায় এবারের মরসুমটা তাদের কেমন কাটছে চলেছে। লকডাউনের জেরে এবার ছবিটা সম্পূর্ণই উল্টো। এবছরের যাত্রার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় যাত্রার কুশীলবরা। আর সেই সঙ্গে লকডাউনের ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। শিল্পীরা বলেন যষ্টি থেকে ষষ্ঠী যাত্রা পালা করে তাদের বাকি বছরের অর্থ সঞ্চয় করতে হয়। কিন্তু এ বছর কাজ বন্ধ। কি করে লকডাউন পরিস্থিতিতে যাত্রাশিল্পের সংকটের কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন যাত্রা শিল্পীরা। তাদের আবেদন এই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়াক।

এখন শুনশান কলকাতার যাত্রাপাড়া। শো বন্ধ গোটা রাজ্যে। করোনা পরিস্থিতি কেটে গেলেও যাত্রা পালাতে এবার কি আর মানুষের ঢল নামবে? দুশ্চিন্তায় ঘুম নেই হাজার হাজার যাত্রা কুশীলবদের।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট