গুরুতর অভিযোগ বাঙ্গুর হাসপাতালের বিরুদ্ধে


বুধবার,২৯/০৪/২০২০
571

গুরুতর অভিযোগ উঠল এম আর ভাঙ্গুর হাসপাতালের বিরুদ্ধে। রিপোর্ট বিভ্রাটের ফলে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছেলে। প্রাণ হারালেন ওমপ্রকাশ গুপ্তা নামের এক ব্যক্তি। একটি ভিডিওর মাধ্যমে এই অভিযোগ তুলেছেন তার পুত্র। তার অভিযোগ গত ২৫ এপ্রিল তার বাবাকে করোনা সাসপেক্ট এম আর ভাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। তার পরীক্ষা করার পর হাসপাতাল থেকে তাদেরকে টেস্ট নেগেটিভ এসছে বলে জানানো হয়।এরপরেই ওমপ্রকাশ গুপ্তা কে ২৬ এপ্রিল ছেড়ে দেওয়া হয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর পর তার পরিবারের অভিযোগ যে ২৭এপ্রিল আবার তাদের কাছে ফোন আসে এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে যে তার বাবার টেস্ট পজিটিভ পাওয়া গেছে এবং তিনি করোনা আক্রান্ত।

সেই জন্য তাকে আবার ভর্তি করা হবে এবং ২৭ তারিখ রাতে ওম প্রকাশ বাবু নিজের পায়ে হেঁটে হাসপাতাল যান। দাবি ছেলের। সেই দিন রাত ১১ টায় পরিবারের কাছে আবার ফোন আসে যে তার বাবা অবস্থা সংকটজনক। পরের দিন আবার হাসপাতাল থেকে তাদেরকে জানানো হয় যে তার বাবার মারা গেছেন। এই সমস্ত ঘটনার নিরেপক্ষ তদন্তর পাশাপাশি তাদের পরিবারের সমস্ত চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে পরিবার। তবে এই ভিডিও ভাইরাল হাওয়ার পর ভিডিয়ো যাচাই করা যায়নি এখন পর্যন্ত। স্বাস্থ্য দপ্তর বিষয়টি দেখছে বলে জানা গিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট