বাইচুং ভুটিয়ার উদ্যোগে দুস্থ-দরিদ্রের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ


বৃহস্পতিবার,৩০/০৪/২০২০
573

করোনা মোকাবিলায় দেশজুড়ে টানা লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। ঘরে ঘরে খাদ্যের সংকট। এই কঠিন পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের পাশে ত্রাতা হয়ে দাঁড়ালেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। সাধারণ মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে সাধারণ মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দেন। বাইচুং বলেন, লকডাউনের জেরে সাধারণ মানুষের দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, বাইচুং ভুটিয়া লকডাউনে শিলিগুড়িতে আটকে আছেন। তিনি এখানকার মানুষের জন্য সাধ্যমত সাহায্য করার কথা বলেছিলেন। সেই মত সাধারণ মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিলাম। অশোক ভট্টাচার্য বলেন, সবাই সবার মত করে সাহায্য করছে। তবে প্রধান দায়িত্ব নিতে হবে সরকারকে।

করোনা মোকাবিলায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারকে আরো বেশি অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মত শিলিগুড়ির মেয়রের। রাজনীতির উর্ধ্বে উঠে সরকারকে কাজ করা উচিত, মন্তব্য তাঁর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট