করোনা পরিস্থিতিতে যুবশ্রী বেকারদের মাসে ৫০০০ টাকা অনুদানের দাবি


মঙ্গলবার,০৫/০৫/২০২০
1851

করোনা আবহে দেশ যে পথে এগোচ্ছে তা বেকার সমাজের সামনে অশনি সংকেত। করোনাকে রুখতে লকডাউন চলছে দেশজুড়ে। এর পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতি তলানিতে পৌঁছাচ্ছে। কয়েক কোটি মানুষ বেকার হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন তাই ত্রাহি ত্রাহি রব গুনছে বেকার সমাজ। এইরকম এক কঠিন পরিস্থিতির মধ্যে ঘরে বসেই হাতে প্লাকার্ড নিয়ে নিজেদের দাবি-দাওয়া পেশ করলেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা। তারা দাবি জানালেন এই পরিস্থিতিতে বেকারদের সহায়তার ব্যবস্থা করুক সরকার। নির্দিষ্ট দাবি-দাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও পাঠিয়েছেন যুবশ্রী সদস্যরা। সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়েছে তাদের দাবিপত্রে।

যুবশ্রীদের পক্ষ থেকে যে দাবি পত্র পেশ করা হয়েছে তার মধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবি যেমন রয়েছে এমনি বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ৩৪লক্ষ বেকার যুবসমাজকে মাসিক পাঁচ হাজার টাকা অনুদানের দাবিও করা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট