কাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল


বৃহস্পতিবার,০৭/০৫/২০২০
506

আগামীকাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল হচ্ছে। সুপার স্পেশালিটি ব্লক ও গ্রিন ব্লকে চিকিৎসা হবে করোনা রোগীদের। প্রথমে 550 বেড রাখা হচ্ছে করোনা রোগীদের চিকিৎসার জন্য। এদিন টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রথম করোনা হাসপাতাল হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালের নাম। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা অাক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় জরুরি সম্পূর্ণ করোনা হাসপাতালের। সে কথা মাথায় রেখে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্ত মত কাল থেকে চালু হচ্ছে করোনা হাসপাতাল। একজন করো না রোগীর দ্রুত চিকিৎসার সব রকম বন্দোবস্ত থাকছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের গ্রীন বিল্ডিংসেন তৃতীয় তলা ও চতুর্থ তলায় করোনা রোগীদের ভর্তি করা হবে। এছাড়াও যে সমস্ত কলকাতা মেডিকেল কলেজে বিভিন্ন ওয়ার্ড আছে সেখানেও করোনা রোগীদের ভর্তি করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট