কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের রক্তদান, করোনা ত্রাণে প্রেস ক্লাবের এক লক্ষ টাকা সাহায্য


বৃহস্পতিবার,০৭/০৫/২০২০
525

বৃহস্পতিবার প্রেস ক্লাব, কলকাতায় ৩০ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক রক্তদান করলেন। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে রক্তের চাহিদার কথা মাথায় রেখে এবং সংবাদকর্মীদের সামাজিক দায়িত্বের কথা মনে করে প্রেস ক্লাবে এই রক্তদানের আয়োজন করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এইসঙ্গে এদিন রাজ্য সরকারের দ্বিতীয় ভ্রাম্যমান রক্তসংগ্রহ- বাসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্টমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন রাজ্য সরকার এই রকম দশটি বাস পথে নামাবে এবং কয়েকটিকে জেলাতেও পাঠানো হবে। প্রতিটি বাসের জন্য ৫৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এদিন মন্ত্রীর হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের বিশেষ আপৎকালীন ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদান ও ক্লাবের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়।

এছাড়া প্রেস ক্লাব কলকাতার উদোগে এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।ইতিমধ্যে প্রায় একশ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক এই পরীক্ষা করিয়েছেন।

বিগত ১লা বৈশাখ থেকে সপ্তাহে দুদিন করে প্রেস ক্লাবে ভারত সেবাশ্রম সঙ্ঘের সহায়তায় দুস্থ মানুষদের রান্না করা খবার দেওয়া হচ্ছে। এছাড়া প্রেস ক্লাব ইতিমধ্যেই সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত এবং অসত্য খবর ও ছবি চিহ্নিত করার পদ্ধতি নিয়ে দুটি পুস্তিকা প্রকাশ করেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট