অশোক রুদ্রের আহ্বানে সাড়া দিয়ে প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবির গোয়ালতোড়ে।


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
758

পশ্চিম মেদিনীপুর:- জঙ্গলমহলের গোয়ালতোড় অর্থাৎ গড়বেতা ২ ব্লকে করোনা লকডাউনে প্রাথমিক শিক্ষক রা এগিয়ে এসে অসাধ্য সাধন করেছেন। কো অপারেটিভ এর পক্ষ থেকে ১৫ দিন ধরে দৈনিক ৩০০ জন মানুষের জন্য লঙ্গরখানার সাথে সাথে রাজনৈতিক পরিচয় ভুলে প্রায় তিন লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সবই করেছেন এলাকার ভূমিপুত্র ও প্রাথমিক শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য ও ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্দন সাহার আহ্বানে। চন্দন বাবু জানান তারা এলাকার পুলিশ ও স্বাস্থ্য কর্মী দের আগে সম্বর্ধনা দিয়েছেন ও আজ রক্তদান শিবিরের আয়োজন করলেন। আজকের রক্তদান শিবিরের আয়োজক ছিলো গড়বেতা পশ্চিম চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি।

আজকের রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট পঁচিশ জন রক্তদান করেন। গড়বেতা ২ এর বিডিও সোফিয়া আব্বাস,বিধায়ক শ্রীকান্ত মাহাত, পুলিশের আধিকারিক ধ্রুবজ্যোতি ব্যানার্জী ও পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে সহ গড়বেতা পশ্চিম চক্রের তৃনমুল প্রাথমিক শিক্ষক নেতৃত্ব ও রক্তদাতারা আজকের শিবিরে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও চক্রের শিক্ষক সৌমিত্র চোঙদার বলেন, তারা মানুষের পাশে থাকার প্রয়াস ক্রমাগত চালিয়ে যাবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট