শহর কলকাতায় এবার বাজার করে নিতে আসছে গ্রামেগঞ্জে হস্তশিল্পীদের তৈরি নতুন মোড়কে সুরক্ষা কবচ বা মাস্ক


শনিবার,১৩/০৬/২০২০
808

শহর কলকাতায় এবার বাজার করে নিতে আসছে গ্রামেগঞ্জে হস্তশিল্পীদের তৈরি নতুন মোড়কে সুরক্ষা কবচ বা মাস্ক ।একেবারে গ্রামের ছোয়া লেগে আছে এই মাস্ক গুলোতে। ইতিমধ্যে শহর কলকাতায় অনলাইনে বাজার করে নিয়েছে নামিদামি কিছু কোম্পানির মাস্ক। কিন্তু এর পাশাপাশি এবার বাজারে আসছে পুরুলিয়ার ছৌ নাচের আদলে তৈরি নতুন মাস্ক ।একেবারে খাদি বা সুতির তৈরি এই মাস্ক গুলো। ডাক্তারও একে একেবারে গ্রহণযোগ্য হিসেবে জানিয়েছেন। শুধু তাই নয় এই মাক্স যেমন জনসাধারণের উপকারে লাগবে, ঠিক সেই ভাবেই হস্তশিল্পের লকডাউনে আর্থিক অবনতি ঘটেছিল তা তাদের খানিকটা হলেও অর্থনৈতিক সুবিধা এনে দেবে ।ইতিমধ্যে বিপুল পরিমানের গ্রামে গঞ্জের হস্তশিল্পীদের মাস্ক তৈরি হচ্ছে। যেমন গ্রামেগঞ্জে তৈরি হচ্ছে ঠিক সেইভাবে দক্ষিণ কলকাতা ঠাকুরপুকুর তৈরি হচ্ছে এই মাস্ক ।

পুরুলিয়ার ছৌ নাচ বা গ্রামগঞ্জের সংস্কৃতি তুলে ধরা হবে এই মাস্কগুলিতে। সেগুলিকে সযত্নে রাখা হবে মিউজিয়ামে। একদিকে যেমন হস্তশিল্পীদের আর্থিক সুবিধা হবে,অন্যদিকে মানুষজন কিন্তু এই হারিয়ে যেতে যাওয়া বাংলার সংস্কৃতি কেও দেখতে পাবে। যেমন সুবিধা হবে সাধারণ মানুষের অন্যদিকে অসুবিধা হবে এই সমস্ত ছোটখাটো হস্তশিল্পীদেরও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট