দায়িত্ব না বুঝিয়ে চলে যাওয়ার চেষ্টা, ঝাড়গ্রামের মােহনপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ


রবিবার,১৪/০৬/২০২০
608

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামের মােহনপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ বদলির ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মােহনপুর। বদলির পর দায়িত্ব না বুঝিয়ে দেওয়ার অভিযােগে বাসিন্দারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। ক্ষোভের মুখে পড়েন ঝাড়গ্রামের প্রাক্তন বিএমওএইচ রণজিৎ ভট্টাচার্য।

ঝাড়গ্রামের মােহনপুর গ্রামীণ হাসপাতালের ওই বিএমওএইচকে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মানসিক হাসপাতালের ডেপুটি সুপার পদে বদলি করা হয়। তাঁর জায়গায় তপসিয়া গ্রামীণ হাসপাতালের অধীনে নােটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার মানিক সিংকে মােহনপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওএইচের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, বিকেল পর্যন্ত তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেননি রণজিৎবাবু। উল্টে বিএমওএইচ অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। তারপর বিকেলে গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা রণজিৎবাবুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভের মুখে পড়ে তিনি গাড়ি ঘুরিয়ে হাসপাতালে চলে যান। ওই সময় তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। গ্রামবাসীদের দাবি, গাড়ি ঘোরানোর সময় খুঁটিতে ধাক্কা লেগে কাচ ভেঙে গিয়েছে।

উনি মানিক সিংকে যোগদান করতে দিচ্ছেন না। ঘটনার খবর পেয়ে মোহনপুর গ্রামীণ হাসপাতালে আসেন ঝাড়গ্রামের বিডিও অভিগ্না চক্রবর্তী, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। বিডিও গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। কিন্তু, ওই সময় রণজিৎবাবু তিনতলার উপর থেকে মোবাইলে ছবি তুলছিলেন। তাতে বাসিন্দারা ফের ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আসেন ঝাড়গ্রামের এসডিপিও। সন্ধ্যা ৭টা নাগাদ পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট