করোনার কোপে নন্দকুমারের যাত্রা শিল্প


সোমবার,১৫/০৬/২০২০
652

করোনার কোপে নন্দকুমারের যাত্রা শিল্প। কোলকাতার চিৎপুরের পর ৪১ নং জাতীয় সড়কের চৌমড় নন্দকুমার যাত্রাপাড়া হিসেবে পরিচিত। ছোটবড় মিলিয়ে যাত্রাদলের সংখ্যা প্রায় ৬০-৬৫টি। এই যাত্রাশিল্পের সাথে যুক্ত শিল্পী কলাকুশলী মিলিয়ে রয়েছেন কয়েকহাজার মানুষ । করোনা মোকাবিলায় লকডাউনের জেরে এবছর যাত্রাপালা শো না হওয়ায় সমস্যায় রয়েছেন যাত্রাশিল্পীরা। সামনের সিজিনে নতুন করে আদপেই যাত্রাপালার দল গঠন করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছেন যাত্রার পরিচালক থেকে যাত্রামালিকরা।

কেননা এক একটি যাত্রার দল তৈরী করতে কমপক্ষে ১০ থেকে ২০ লক্ষ টাকা খরচ হয়। এবছর যাত্রার শো না হওয়ায় মাথায় হাত যাত্রার মালিকদের। এই আবহে আগামীবছর যাত্রায় নতুন করে বিনিয়োগ করে সেই টাকা ঘরে তুলতে পারবে কিনা সন্দেহ তাদের। আর যাত্রা না হলে বেকার হয়ে পড়বেন শিল্পী থেকে কলাকুশলীরা। এই অবস্থায় শিল্পিদের সিজিন চুক্তির বদলে ‘নো ওয়ার্ক নো পে’ এই পদ্ধতিতে দল গড়ার পক্ষে অনেক মালিকই। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে রিহার্সাল থেকে শো করার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হলেও সরকারের সাহায্যের মুখাপেক্ষী তারা। এই বিষয়ে নন্দকুমারের বিধায়ক তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট