জাভেদ খানের উদ্যোগ, বিনামূল্যে মানব রথ


সোমবার,২২/০৬/২০২০
607

মহানগরী কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এদিকে জনজীবন স্বাভাবিকও হচ্ছে। কাজের তাগিদে কিংবা নিজ প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতেই হচ্ছে। ব্যবহার করতে হচ্ছে পাবলিক পরিবহন। মাস্ক ব্যবহার করা হলেও মনের মধ্যে আতঙ্ক কাটছে না শহরবাসীর। সব সময় ভয় এই বুঝি কারও সংস্পর্শে শরীরে করোনা ভাইরাস ঢুকে গেল। এই রকম এক কঠিন সময়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেতা জাভেদ খান নিজের এলাকায় এলাকাবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অটো পরিষেবা চালু করলেন।

সোমবার রাজ‍্যের মন্ত্রী জাভেদ খান সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, নিজের বিধানসভা এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য দশ দিনে বিনামূল্যে ৬ হাজার অটো পরিসেবা দেওয়া হবে। আনুষ্ঠানিক ভাবে উদ্ববোধন করা হয়েছে। অটো পরিসেবা নাম দেওয়া হয়েছে মানব রথ। পাশাপাশি রাজ‍্য করোনা পরিস্থিতির মাঝে সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব মেনে চলতে বলা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট