আমপানে ক্ষতিগ্রস্তদের ত্রান


মঙ্গলবার,২৩/০৬/২০২০
462

করোনা কবলিত মানুষদের পাশাপাশি ঘুর্নীঝড় আমপান কবলিত দুই ২৪ পরগনায় ইতিমধ্যেই ত্রান শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ সঙ্ঘের উদ্যোগে এবার মথুরাপুর এক নম্বর ব্লকের কালীতলা ও হালদার হাট  গ্রামের প্রায় এক হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল,ডাল,তেল, নুন, ত্রিপল, মাস্ক সহ নানা খাদ্য ও নিত্য প্রয়জনীয় সামগ্রী। শুকনো খাবার তুলে দেন ভারত সেবাশ্রমের সন্নাসী সুব্রত মহারাজ।ত্রান পরিচালনার দায়ত্বে ছিলেন বিশিষ্ট অধ্যাপক বাসরী হালদার।তিনি বলেন,

আমপানের পর থেকেই ভারত সেভাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দের উদ্যোগে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার দেওয়া হচ্ছে। যেইসব এলাকায় পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে সেখানে শুকনো খাবার দেওয়া হচ্ছে৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট