“যারা চুল্লু খেয়ে মারা যায়,তাদের জন্য দু লাখ টাকা” – মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ


সোমবার,২৯/০৬/২০২০
1271

পশ্চিম মেদিনীপুর:- যারা চুল্লু খেয়ে মারা যায়,তাদের জন্য দু লাখ টাকা,আর যারা দেশের জন্য প্রাণ দেয় তাদের জন্য দু লাখ টাকা,এমনটাই ভাবে নাম না করে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সিংপুর গ্রামের বীর সন্তান শহীদ শ্যামল দে এর শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসে এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

তিনি আরো বলেন আমি এখানে এসে এক অদ্ভুত জিনিস দেখলাম যেখানে এংকারিং করছে মানস ভুঁইয়া,আর ১০০ বার ধরে বলছে মুখ্যমন্ত্রীর নাম,আমি বুঝতে পারলাম না এখানে পঞ্চায়েতের নাম,এসপির নাম,DIG নাম,IG র নাম কেন বলা হচ্ছে? যেখানে বীর শহীদের মৃতদেহ মাটিতে পড়ে আছে তার সম্বন্ধে কেন বলা হচ্ছে না,তার জন্ম তারিখটা ও তো বললেন না,এমনিভাবে শহীদ শ্যামল দে এর সম্বন্ধে অনেকটাই তথ্য জানালেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,এখানেই শেষ নয় তিনি আরো বলেন এই ঘটনার পর রাজ্য সরকার দু’লাখ টাকার ঘোষণা করল শুনলাম,যারা রাস্তায় হোঁচট খেয়ে মরে যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, চুল্লু খেয়ে মারা যায়,তাদের জন্য দু লাখ টাকা,আর যারা দেশের জন্য প্রাণ দেয়,তাদের জন্য দু লাখ টাকা

এমনভাবেই বর্তমান রাজ্য সরকার কে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,এই রকম ছেলে শ্যামল কুমার দে এর মত ছেলেকে আমরা স্যালুট জানাই, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে এইরকম বীর সন্তান হোক কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মত বাংলার মুখ্যমন্ত্রী যেন না হয়, অথচ কয়েকদিন আগে দিল্লির সরকার শহীদের জন্য এক কোটি টাকা ঘোষণা করেছিলেন,দেখেতো শিখুন,এমন ভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,এখানেই শেষ নয় তিনি আরো বলেন যে সমস্ত পুলিশ,যে সমস্ত আর্মি,যে সমস্ত প্যারা মিলিটারি ডিউটি করতে করতে আহত হচ্ছেন,মারা যাচ্ছেন সেই সব সৈনিকদের জন্য কিছুতো করুন,শুধু কাঠ মানি খেলে হবে আর নিজেদের নেতাদের পকেটে ভড়ালেই হবে”লজ্জা করছে না মুখ্যমন্ত্রী”এমন ভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ,অন্যদিকে রাজ্যসভার সংসদ ড: মানস ভুঁইয়া কেউ কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেত্রী ভারতী ঘোষ,তিনি বলেন মানস ভুঁইয়া উনি পুকুর থেকে ঝাঁপ দেন, যে পুকুরে মাছ আছে সেই পুকুরে ঝাঁপ দেন উনি, আগে যেই পুকুরে ছিলেন সেই পুকুরে কোন মাছ ছিল না,এখন এই পুকুরে মাছ আছে, আজকে উনি পঞ্চায়েতের নাম বলছেন, SP নাম বলছেন কিন্তু যেই বীর সন্তানের দেহ মাটিতে পড়ে আছে তার সম্বন্ধে একটাও কথা বললেন না উনি,কোথায় এত মাখন কোথায় পাচ্ছেন,আমি এখানে হেঁটে আস্তে আস্তে ২৫ বার মুখ্যমন্ত্রীর নাম শুনলাম,কি অবস্থা দেশের, এখন যদি বীর শহীদ ছেলেটার সম্বন্ধে না বলেন, আর কবে বলবেন,আপনার লজ্জা হচ্ছে না মানুষ বাবু,এমনই তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট