বিপত্তারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ উঠল, গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর থানার মধ্য মাজু রায়পাড়ায়


সোমবার,২৯/০৬/২০২০
1035

হাওড়া: বিপত্তারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ উঠল গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর থানার মধ্য মাজু রায়পাড়ায়।সূত্রের খবর,গতকালই গ্রামে বিপত্তারিণী পুজো হয়।অভিযোগ,পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় একশো গ্রামবাসী।শুরু হয় বমি,পায়খানা।অনেকের জ্বরও আসে।অসুস্থদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল।স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেন।এর পাশাপাশি,বেশ কিছুজনকে স্থানীয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।ঠিক কী কারণে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।

বিপত্তারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ উঠল গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর থানার মধ্য মাজু রায়পাড়ায়।সূত্রের খবর, শনিবার গ্রামে বিপত্তারিণী পুজো হয়।অভিযোগ,পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় একশো গ্রামবাসী।শুরু হয় বমি,পায়খানা।অনেকের জ্বরও আসে।অসুস্থদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল।স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেন।এর পাশাপাশি,বেশ কিছুজনকে স্থানীয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।ঠিক কী কারণে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট