বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সোমবার,০৬/০৭/২০২০
653

কলকাতা : বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় দু’কোটি মানুষের ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি। এর জন্য 58 হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম দেওয়া হয়েছে জলস্বপ্ন। সোমবার নবান্ন সভাগৃহে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের ফলে প্রচুর বেকারে কর্মসংস্থান হবে। বাংলার চেহারা বদলে যাবে প্রকল্পের ফলে।

আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। 2021 সালে বিধানসভা ভোটকে পাখির চোখ করছে রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি। আর এই রাজনৈতিক সন্ধিক্ষণে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সেদিকে নজর রেখেই গ্রামীণ মানুষের মন জয় করতে আসরে নামলেন তিনি। গ্রামীণ মানুষের ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিয়ে তাদের সহানুভূতি নিজের দিকে টানা সম্ভব হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট