কবিতা: দুহিতা


মঙ্গলবার,০৭/০৭/২০২০
3287

কবিতা: দুহিতা
ঝর্ণা ভট্টাচার্য‌্য
———————-
ইচ্ছে শক্তিটা নিরুপায়
কন্যার ডানা নিয়মে বাঁধা
হাজার স্বপ্ন মেখে গায়ে
গুটিয়ে রাখে বিশ্ব পায়ে।
বাইরে ধর্ষন গৃহে বর্ষন
থাকো মুক নারী পাবে সন্মান
যদি হও প্রগতিশীল
অশ্রু জলে কোরো স্নান,
ভুলেও হয়োনা নির্ঝরিণী
হও আঁচলে নিমজ্জন।
চেয়ে দেখো, অবহেলা দেবযানীরে করি
যযাতির তিন পুত্র গর্ভে ধরে
শর্মিষ্ঠা দাসী।
বিকলাঙ্গ হয়ে শুয়ে আছে
ক্ষমাচায় বারবার
পুরু শেষ সন্তান।
তৃষালয়ে আজো কাঁদে পুরাণ
লজ্জানাহি আসে
ধারা চলে আবহমান।
————————
“ঝর্ণা ভট্টাচার্য‌্য”
দমদম ক্যান্টনমেন্ট

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

ঝর্ণা ভট্টাচার্য‌্য

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট