বাংলাদেশে বিএনপি একদিন উঠে দাঁড়াবে


মঙ্গলবার,০৭/০৭/২০২০
521

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যত প্রতিবন্ধকতা এসেছে বিএনপি কখনো মাথা নত করে বসে যায়নি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির মতো এবং জয়ী হবে। ৫ জুলাই রবিবার বিকালে উত্তরার বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে সিলেটে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, বিএনপি কিন্তু কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। তিনি বলেন, ‘একদিকে স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর অত্যাচার, নির্যাতন করছে। আমাদেরকে কাজ করতে দেয় না। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, নেতাকর্মীদের গুম, হত্যা করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে, কোনো হদিস নেই আজ পর্যন্ত।বিএনপি মহাসচিব বলেন, ‘তারপরও বিএনপি কিন্তু আপনার কখনও মাথা নত করে বসে যায়নি। লড়াই করছে, সংগ্রাম করছে। আমি বিশ্বাস করি যে, বিএনপি উঠে দাঁড়াবে সেই ফিনিক্স পাখির মতো এবং জয়ী হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আসবেন সামনে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে আসবেন, এসে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। সব ধরনের সংকটকে মোকাবিলা করে আমরা জয়ী হব। এটাই আমাদের প্রত্যাশা।দেশের স্বাস্থ্যব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যব্যবস্থাটা আছে। বাংলাদেশের দুর্ভাগ্য এই সরকার দুর্নীতি করে স্বাস্থ্যব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছেন, ভঙ্গুর করে দিয়েছে। এখানে মানুষ কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘হাসপাতালে গেলে অক্সিজেনের অভাব, ভেন্টিলেটর বাদই দেন। আপনার এমনিতেই লোকে অক্সিজেন পাচ্ছেন না। সাড়ে তিন হাজার টাকার অক্সিজেন এখন চার হাজার থেকে ৩৮ হাজার টাকা দাম হয়ে গেছে। মাস্ক, স্যানিটাইজার ও সুরক্ষার সামগ্রী যাই বলুন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতপক্ষে সরকারের কোনো উদ্যোগ নেই, তারা ব্যর্থ হয়ে গেছে এই কাজে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট