তিন হাতির মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠান হল সাতবাঁকি গ্রামে


শুক্রবার,১০/০৭/২০২০
485

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামের সাতবাকি গ্রামে একটি বুনো হাতির পালকে বনকর্মীরা গ্রাম থেকে তাড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩টি পূর্ণবয়স্ক হাতির। সেই হাতিগুলির আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধানুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল গ্রামবাসীরা।

পূর্ণ বয়স্ক তিন হাতির মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন গ্রামবাসীরা। শুক্রবার একেবারে নিয়ম মেনে আয়োজন করা হয় শ্রাদ্ধের। ‘মহাপাপ’ কাটাতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন। এমনকী, দুপুরে মানুষের খাওয়ার ব্যবস্থা। ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত সাতবাঁকি গ্রামে গত ১০ জুলাই ধান জমিতে ১১ হাজার ভোল্টের হাইটেনশেন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনটি পূর্ণ বয়স্ক হাতির। ঠাকুরদাস মাহাতোর ধান জমিতেই মৃত্যু হয়েছিল তিনটি হাতির। তাই এই ঘটনার বছর পূর্তি হিসেবে তিনটি হাতির মৃত্যুর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান পালন করলো সাতবাঁকি গ্রামের গ্রামবাসীরা ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট