ঝাড়গ্রাম:- গরিব মানুষদের স্বনির্ভর করে তোলার জন্য আমলাশোলে ৭লক্ষ ৭৮ হাজার ১৯৩ টাকা খরচ করে ২০জন শবর সম্প্রদায়ের মানুষকে পুষ্টি বাগান করার জন্য বিনপুর ২ পঞ্চায়েত সমিতি ও বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তাই শনিবার বিনপুর ২ ব্লকের আমলাশোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে পুষ্টি বাগানের উপভোক্তা ২০ জনের হাতেবোর্ড ও গাছের চারা তুলে দেন ঝাড় গ্রামের জেলাশাসক আয়েশা রানী।
আমলাশোল গ্রামে প্রত্যেক পরিবারের যার উঠোনে যতখানি জায়গা রয়েছে , সেই জায়গাগুলোতে আগাছা পরিষ্কার করে , তাদের পুষ্টির জন্য বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হল । আজ ছিল তার শুভ সূচনা । এই গাছ গুলোর তিন বছর পর্যন্ত সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে (যার কাজ করবে উপভোক্তারা নিজেই , সেই কাজের বেতনও দেবে সরকার 100দিনের কাজের মাধ্যমে । আর গাছের রক্ষণাবেক্ষণ এর যাবতীয় মালপত্র তথা সার, কীটনাশক সরকার সাপ্লাই দেবে ) । সঙ্গে গিয়েছিলেন DHO (district horticulture officer) যিনি ওখানে উপভোক্তারা কিভাবে গাছের পরিচর্যা করবেন , তা বিস্তারিত ট্রেনিং দেবেন । তিন বছর পরে ওই গাছগুলোর মালিকানা থাকবে ওই উপভোক্তাদের ।
যদি কোন পরিবার এই প্রকল্পে 100 টি চারা গাছ লাগিয়ে নেন , তবে তারা প্রতি মাসে , তিন বছর পর্যন্ত 1000 টাকার ও বেশি রক্ষণাবেক্ষণ এর জন্য পারিশ্রমিক পাবেন । শর্ত একটি গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে । তিন বছর পরে গাছের মালিকানা পেলে, ওই গাছগুলোর ফল বাড়িতে নিজের খেতে পারবে আর বিক্রি করতে পারবে হাটে-বাজারে বা সরকার কিনে নিবেন । ওই 100 গাছ থেকে চতুর্থ ও পঞ্চম বছর রোজগার হবে কমপক্ষে বছরে 20000 টাকা করে । আর পঞ্চম বছরের পর থেকে বছরে রোজগার হবে কমপক্ষে 30000 টাকা ।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More