পশ্চিম মেদিনীপুর :-শুক্রবার শিলাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা পায়রাউড়া গ্রামের নিতাই বাগ। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ।সেই সঙ্গে ঘাটাল থেকে এনডিআরএফ এর টিম উদ্ধারের জন্য আসে। তাকে উদ্ধারের জন্য নামানো হয় ডুবুরি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিলাবতী নদী থেকে তাকে উদ্ধার করা যায়নি ।শনিবার ২৪ ঘন্টা পরে গড়বেতা থানার গনগনি এলাকা থেকে ডুবরি ও এন ডি আর এফ টিম ৫৫ বছর বয়সী নিতাই বাগ এর মৃতদেহ শিলাবতী নদী থেকে উদ্ধার করে।গড় বেতা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।
Auto Amazon Links: No products found.