করোনা মোকাবিলায় ঝাড়গ্রামে ফের কড়াকড়ি 


শুক্রবার,১৭/০৭/২০২০
524

ঝাড়গ্রাম:-করোনা মোকাবিলায় ঝাড়গ্রামে ফের কড়াকড়ি করোনা মােকাবিলায় সকাল থেকে ঝাড়গ্রাম সজিবাজারে পুলিস পিকেট বসানাে হয়েছে। মাস্ক না পরে আসা চাষি ও ক্রেতাদের এদিন বাজার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। শহরে নতুন করে করােনা ধরা পড়ায় মাস্ক পরার ব্যাপারে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। দোকানপাট খােলার সময় বেঁধে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সন্ধ্যা ৭টার পর ওষুধ ছাড়া কোনও দোকান খােলা রাখা যাবে না। সন্ধ্যার পর রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। এদিন থেকে শহরে সচেনতামূলক প্রচারে আরও বেশি করে জোর দিয়েছে পুরসভা। শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজড করা হয়। মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায় বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে মানুষের সমাগম বেশি হয়, প্রতিদিন সেখানে স্যানিটাইজেশন কাজ হবে। কোথাও কোনরকম আড্ডা দেওয়া যাবে না।”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট