বিদ্যালয়ের লক্ষাধিক টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়


বৃহস্পতিবার,০৬/০৮/২০২০
612

পশ্চিম মেদিনীপুর:-বিদ্যালয়ের লক্ষাধিক টাকার চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর,বড়মোহনপুর উচ্চবিদ্যালয়ে ছাত্রছাত্রী দের নতুন বর্ষে ভর্তির জন্য যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার আগে উধাও হয়ে যায় ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম থেকে। ঘটনার পর খবর দেওয়া হয় বেলদা থানায় পুলিশকে। স্কুলে থাকা সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত চালায় পুলিশ।এদিকে বিদ্যালয়ে টাকা চুরি যাওয়ার ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের গেটে ভিড় জমান অভিভাবক ও এলাকাবাসীরা। প্রসঙ্গত উক্ত বিদ্যালয়ে এর আগে একাধিকবার বিভিন্ন ধরনের চুরি হয়েছে। আর এই চুরির দায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তখন একজন চুক্তিভিত্তিক কর্মচারীকে বাতিল করা হয়। যদিও তিনি নির্দোষ বলে দাবি অনেক অভিভাবক এলাকাবাসীর। তারাই আজকের এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের সামনে এবং গেটে বিক্ষোভ দেখান।শেষমেষ ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক জানান- “স্কুলের কাজের জন্য সকালে নির্দিষ্ট সময় অফিসে এসে ব্যাগ রেখে রুমের বাইরে কিছু অভিভাবক দের সঙ্গে কথা বলতে যাই।সোমবার, মঙ্গলবার স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তির টাকা আমার ব্যাগে ছিলো। সেগুলি ব্যাংকে জমা দেওয়ার জন্য আমি আমাদের স্কুলের একজন কর্মীকে ডেকে আনি। এসে দেখি ব্যাগে কোনো টাকা নেই।”আর এই ঘটনার পরেই থানাতে লিখিত অভিযোগ দায়েরের পর।সিসিটিভির ফুটেজ ধরে তদন্ত করে প্রায় ঘন্টা দুই তিনেকের মধ্যে টাকা সমেত বিদ্যালয়ের এক গ্রুপ ডির পদে যুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর আগামীকাল অভিযুক্তকে দাঁতন আদালতে তোলা হবে। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট