কেন্দ্রের নিট-জায়েন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সৌজন্যে আবারও একবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি


বুধবার,২৬/০৮/২০২০
733

কলকাতা : কেন্দ্রের নিট-জায়েন্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সৌজন্যে আবারও একবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ল বু্ধবার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের BJP বিরোধী ঐক্যে আরও একবার শান দিতে দেখা গেল বিরোধী নেতানেত্রীদের। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।” এর প্রতিবাদে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি । মমতা বলেন, “এর জন্য কেন্দ্র চাইলে তাঁদের গ্রেপ্তার করতে পারে । “সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এদিন বিরোধী-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। সেখানেই নিট-জেইই পরীক্ষা ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।বৈঠে মমতা বলেন, ‘করোনা মহামারীর আবহে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রেন চলছে না, যোগাযোগ ব্যবস্থা নেই। এই অবস্থায় নিট-জয়েন্ট কী করে দেবেন ছাত্র-ছাত্রীরা?’তিনি বলেন, ‘কেন্দ্র ইউজিসি-র সিদ্ধান্ত আগেই পরিবর্তন করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আগেই এবিষয়ে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট