বিশিষ্ট সাংবাদিক ও লোকসংস্কৃতি গবেষক হপন মাঝি প্রয়াত


শুক্রবার,২৮/০৮/২০২০
651

ঝাড়গ্রাম:- জঙ্গলমহলের বিশিষ্ট সাংবাদিক ও লোকসংস্কৃতি গবেষক হপন মাঝি (৬৪) প্রয়াত হলেন। বেলপাহাড়ির মুড়ারি গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হপনবাবুর প্রকৃত নাম মনোরঞ্জন মাহাতো। ছদ্মনামেই তিনি বেশি পরিচিত ছিলেন।আশির দশকের শেষের দিকে তাঁর সাংবাদিকতার শুরু। প্রথম জীবনে মেদিনীপুর থেকে প্রকাশিত একাধিক দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। পরে নব্বইয়ের দশকে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ওভারল্যান্ড পত্রিকায় ঝাড়গ্রাম ও মেদিনীপুর এলাকার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে যোগ দেন সংবাদ প্রতিদিন-এ। ২০০২ সালের ডিসেম্বর পর্যন্ত সংবাদ প্রতিদিন-এর তৎকালীন ঝাড়গ্রাম মহকুমার সাংবাদিক ছিলেন হপনবাবু।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট