পুরনো মামলায় ছত্রধরকে জেরা এনআইএ


শনিবার,২৯/০৮/২০২০
626

পশ্চিম মেদিনীপুর:- পুরনো মামলায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতকে জেরা করল এনআইএ।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার CRPF এর কোবরা বাহিনীর ব্যাটেলিয়ানের সদর দপ্তরে বেলা ১১টা থেকে সাড়ে ৩টা অবধি এই জেরার কাজ চালিয়েছে NIAয়ের চার সদস্যের একটি দল যাঁর নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিক।১১বছর জেলে কাটানোর পর এই নতুন বিড়ম্বনা মাহাতের সামনে যাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে জানিয়ে দিয়েছেন ছত্রধর। তিনি জানান, তৃণমূলে যোগ দিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে NIA কে ব্যবহার করা হচ্ছে।শনিবার আবার তিনি হাজির হয়েছেন শালবনী থানার CRPF এর কোবরা বাহিনীর ব্যাটেলিয়ানের সদর দপ্তরে।

জানা গিয়েছে, ২০০৯ সালের দু’টি মামলার নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। একটি লালগড়ের সিপিএম কর্মী প্রবীর মাহাত খুনের মামলা। অন্যটি জেলবন্দি ছত্রধরের মুক্তির দাবিতে বাঁশতলা স্টেশনে ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস অবরোধ। কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রকের নির্দেশে এই মামলা দু’টির তদন্ত ভার নিয়েছে এনআইএ। জানা গিয়েছে, চারজন অফিসার টানা চার ঘণ্টা ধরে ছত্রধরবাবুকে জেরা করেন। এদিন ফোনে ছত্রধরবাবু বলেন, আমাকে আগে দু’তিনবার কলকাতার সল্টলেকে যেতে বলা হয়েছিল। কিন্তু আমি যায়নি। আমাকে নোটিস দিয়ে শালবনীর কোবরা ক্যাম্পে যেতে বলা হয়েছিল। সেইমতো গিয়েছিলাম।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট