২০২১-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ঘর ভাঙানোর খেলা


রবিবার,৩০/০৮/২০২০
835

ঝাড়গ্রাম: ২০২১ সালের নির্বাচনের আগে ক্রমশই শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের (TMC)। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শক্তিক্ষয় হচ্ছে বিজেপির। কারণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরে ভাঙন যেন লেগেই রয়েছে।

রবিবার ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের গিধনী অডিটরিযাম হলে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল।এদিনঝাড়গ্রামের বিনপুর বিধানসভার গিধনিতে (জামবনি ব্লক ) ১৫ জন বুথ সভাপতি, ৩০০ জন সক্রিয় ব্লক, অঞ্চল নেতৃত্ব সহ প্রায় ১০০০ বিজেপি-র কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মূ,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা চ্যায়রম্যান বিরবাহা সরেন টুড়ু,জেলাপরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, বিধায়ক চূড়ামণি মাহাতো ,কোঅডিনেটর অজিত মাহাতো সহ অনান্যরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট