পুলিশ দিবসে ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা


সোমবার,৩১/০৮/২০২০
582

কলকাতা : প্রথমবার পুলিশ দিবসের আয়োজন হতে চলেছে লালবাজারে। করোনা পরিস্থিতিতে প্রথম সারির কোভিড যোদ্ধাদের সম্মানে তা পালন করা হবে। শুধু লালবাজার নয়, রাজ্যের প্রত্যেকটি পুলিশ কমিশনারেটে পুলিশ দিবসের অনুষ্ঠান হবে। প্রত্যেক কমিশনারেটের মূল অফিসে পুলিশ কমিশনার ও পদস্থ পুলিশকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা পুলিশের ক্ষেত্রে প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচ পুলিশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মহকুমার ক্ষেত্র উপস্থিত থাকবেন মহকুমা শাসক ও এসডিপিও। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন থেকে পাঁচজন, অর্থাৎ নয়টি ডিভিশনের মোট ৪৫ জনকে দেওয়া হবে বিশেষ সম্মান। এ ছাড়াও কলকাতা পুলিশের আরও ১১টি বিভাগ থেকে মোট ৫৫ জনকে এই সম্মান দেওয়া হবে বলে খবর। এদিন প্রয়াত কোভিড যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে কোভিড মেডেল, শংসাপত্র ও চাকরির চিঠি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।মঙ্গলবার পুলিশ দিবসে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনার ও প্রত্যেক পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন লালবাজারে। সামাজিক দূরত্ব বিধি মেনে যাতে এই অনুষ্ঠান হয়, সেই ব্যবস্থা করা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট