বলবিন্দরের পাগড়ি খুলে যাওয়া নিয়ে বিতর্ক দেশজুড়ে, কাঠগড়ায় পুলিশ


শনিবার,১০/১০/২০২০
713

কলকাতা : বিজেপির নবান্ন অভিযান নিয়ে সবচেয়ে বিতর্ক এখন বলবিন্দরের গ্রেপ্তার হওয়ার মুহূর্ত। সারা দেশব্যপী শিখ সম্প্রদায়ের মানুষ ক্ষুব্ধ। গতকাল বিজেপির নবান্ন অভিযান আন্দোলনের সময় যে ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়, সেই বলবিন্দর সিংকে ঘিরে ধরে মারছেন পুলিশকর্মীরা। বলবিন্দর মাটিতে পড়ে গেলেও চলতে থাকে মারধর। এরপর তাঁকে আটক করে নিয়ে যাওয়ার সময়ই টানাটানিতে বলবিন্দরের মাথার পাগড়িটি খুলে যায়। ভাইরাল হল অভিযুক্ত বলবিন্দরের গ্রেফতার হওয়ার মুহূর্ত, ক্ষুব্ধ হন শিখ সম্প্রদায়ের অনেকে। স্বভাবতই ঘটনা নিয়ে সুর চড়ায় বিজেপি। শুক্রবার রাতে এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশ। এভাবে একজন শিখের মাথা থেকে পাগড়ি খুলে পড়াটা গোটা সম্প্রদায়ের কাছে অপমানের সমান। এরপর অবিলম্বে দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইটও করেন অনেকে। এমনকী খোদ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার হরভজন সিংও বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। বিজেপির অভিযোগ বলবিন্দর সিংকে যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে পুলিশ ও তার পাগড়ি ধরে টান দেওয়া হয়েছে, তাতে শিখ ধর্মালম্বীদের অপমান করা হয়েছে। প্রসঙ্গত বন্দুক সহ হাওড়ায় বিক্ষোভরত বিজেপি কর্মীদের মধ্যে থেকে বলবিন্দরকে উদ্ধার করে পুলিশ। এই নিয়ে নয়া রাজনীতিতে নামছে বিজেপি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট