দূর্গা পুজো নিয়ে দিলীপের মন্তব্য ঘিরে জলঘোলা


শনিবার,১০/১০/২০২০
778

কলকাতা : পুজো করুন কিন্তু উৎসব করবেন না। দিলীপ ঘোষের এই মন্তব্যে ফের শুরু হয়েছে রাজনৈতিক জল ঘোলা। করোনা আবহে রাজ্যে প্রতিদিন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয় মাথায় রেখে এমনই মন্তব্য বলে মত বিজেপি নেতৃত্বের। যখন দূর্গা পূজার শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সভা করবে বলে বিজেপির অন্দরে খবর শোনা যাচ্ছে। তখন রাজ্য বিজেপির সভাপতির গলায় এই মন্তব্য শোনা গেল, স্বাভাবিক ভাবে অস্বস্তিতে বিজেপি কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষ শুক্রবার বলেন, “ভক্তি-শ্রদ্ধার সঙ্গে দুর্গাপুজো করুন। তবে উৎসব নয়। মায়ের কাছে প্রার্থনা করুন করোনা মহামারী থেকে যেন রক্ষা পাই আমরা।” করোনা আবহে সচেতন থাকতেই দিলীপ ঘোষ এই বার্তা দিয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে। এ বিষয়ে কলকাতার পুজো উদ্যোক্তারা বিভিন্ন মত পোষণ করেছেন। একটি বড় পুজোর এক কর্মকর্তা বলেন দিলীপ ঘোষের বোধোদয় হলো! নবান্ন অভিযানের নামে যখন শহরে হাজার হাজার মানুষের জমায়েত করে মাস্ক ছাড়া তখন এই বোধদয় কোথায় ছিল? আবার অনেকের অভিমত রাজ্য সরকার দুর্গাপুজোয় বিধি-নিষেধ আরোপ করলে এই বিজেপি হইহই করে চিৎকার করত বাংলায় পুজো হতে দিচ্ছে না বলে। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে মত অনেক পুজো কর্মকর্তার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট