লন্ডনের ছোঁওয়া কলকাতায়, শুরু হল দোতলা বাসের যাত্রা


মঙ্গলবার,১৩/১০/২০২০
572

কলকাতা : রাজ্যে ক্ষমতায় আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লন্ডন কেন কলকাতা হবে না, দীঘা কেন সুইজারল্যান্ড হবে না। ক্ষমতায় আসার পর সুইজারল্যান্ড এর আদলে আপ্রাণ চেষ্টা করেছেন দীঘাকে সাজিয়ে তোলার। কলকাতাকে লন্ডন গড়ে তোলার প্রয়াস এগিয়ে চলেছে। গঙ্গার তীরের সৌন্দর্যায়ন শহরকে এক অন্য রূপ দিয়েছে। এবার শহরের রাস্তায় দেখা যাবে ডবল ডেকার বা দোতলা বাস।মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নবান্নের সামনে থেকে ডবল ডেকার বাসের উদ্বোধন করলেন।

এই বাস শহরের সমস্ত পর্যটন ক্ষেত্র ছুঁয়ে যাক তেমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ন্যাশনাল লাইব্রেরি, রাইটার্স, কারেন্সি বিল্ডিং, লালদিঘি, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু থাকবে এই তালিকায়। নবান্ন কেন বাদ যাবে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন বাংলার মানুষ বাংলায় ঘুরে বেড়ান।
এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষনা মমতা করেন।
1. ফ্লিপ কার্ট আগেই ২ হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে।
2. উলুবেড়িয়ায় অ্যামাজনের হাব আজ থেকে শুরু হচ্ছে।
3. উত্তর পূর্ব ভারতে পরিষেবা দেবে এখান থেকে।
4. ২০ হাজার মানুষের কাজ হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
5.  মাস্ক অবশ্যই পড়ুন। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
6. কোভিড যাতে না ছড়ায় নজর রাখতে হবে। কোভিড প্রটোকল মেনে ফাংশান করতে পারেন মুক্ত জায়গায়।
7. পুজোর প্যান্ডেলের আশেপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান নয়।
8. বিভিন্ন হল আছে সেখানে অনুষ্ঠান হতে পারে ১০০-১৫০ লোক নিয়ে করা যেতে পারে। আর্টিস্টরাও কাজ পাবে। তারা ঘরে বসে রয়েছেন।
9. মহারাষ্ট্রে অ্যালার্ট জারি করা হয়েছে। এখন খুব ছড়াচ্ছে কোভিড।
10. গভঃ অফ ইন্ডিয়া কে অনুরোধ কলকাতা লন্ডন বিমান আরও বাড়ুক, পার্মানেন্ট থাকুক। প্রচুর প্রেসার এখানে, উত্তর পূর্বের গেটওয়ে কলকাতা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট