দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে খুলল গড়চুমুক মিনি জু


মঙ্গলবার,২০/১০/২০২০
949

হাওড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে খুলল গড়চুমুক মিনি জু। সাত মাসের বেশি বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চালু হল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রটি। তবে এখনই চড়ুইভাতির অনুমতি দেওয়া হচ্ছে না। মিনি জু এর সাফসুতরো সহ পরিকাঠামোগত সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের কর্তারা। পরে পরিস্থিতি বিচার করে চড়ুইভাতির অনুমতি দেওয়া হবে।

করোনার আবহে বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। মাস খানেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ধীরে ধীরে বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যের নানা পর্যটন কেন্দ্র খুলেছে। ফলে আশা জেগেছিল গড়চুমুক মিনি জু ও খুলবে। সেই আশা বাস্তবায়িত হল। এদিন মিনি জুয়ের এই পথ চলার শুরুর সূচনা‌ করেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য।গড়চুমুক মিনি জু খোলার খবরে স্বাভাবতই মুখে হাসি ফুটেছে স্থানীয় দোকানদারদের ও পর্যটকদের মধ্যে। অন্যান্য স্বাভাবিক সময়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন মনোরম পরিবেশ ও হরিণ, কুমীর সজারু সহ দেশি বিদেশি রংবেরঙের পাখিদের টানে। করোনা পরিস্থিতিতে লক ডাউন ঘোষণা হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল গড়চুমুক মিনি জু। তার উপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি হয় আমফান ঝড়ে। তছনছ হয়ে যায় মিনি জু। ভেঙে পড়ে প্রায় চারশো ছোটবড় গাছ। গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জু এর ডিয়ার পার্কের তারের বেড়া ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি জায়গায়। এদিকে পর্যটন কেন্দ্র বন্ধ থাকার ফলে বন হয়ে গিয়েছিল গোটা চত্ত্বর। বড় বড় আগাছা জন্মে যায়। বনজঙ্গল দ্রুত সাফসুতরোর কাজ শুরু হবে বলে জানান অজয়বাবু।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট