পশ্চিম মেদিনীপুর:– পশ্চিম বাংলায় যে পরিস্থিতি চলছে, এতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিজেপি। অমিত শাহ জীর প্রোগ্রামে যোগদানের কোনো কার্যক্রম নেই। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যোগদান কর্মসূচি রয়েছে। বিভিন্ন দিকে আমরা এখন যোগদান মেলা করছি, সেখানে ছোট থেকে বড় বিভিন্ন স্তরের নেতারা যোগ দিচ্ছেন এবং দেবেন। তবে এপর্যন্ত কোনো মন্ত্রী যোগাযোগ করেননি, তবে বিধায়কেরা যোগাযোগ করেছেন। আমরা বলেছি আপনারা প্রস্তুতি নিন, যখন সময় আসবে আমরা দলে আপনাদের গ্রহণ করবো। আর যে কোনো সময় এটা হতে পারে। তৃণমূলে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না। আর এই পার্টি টাই উঠে যাবে। যে কোনো সময় বিস্ফোরণ হবে, পুরো পার্টিটা ভেঙে পড়বে। সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে। ছোট থেকে বড় নেতা, মন্ত্রী বিধায়কদের এই দলে থাকাটা যে অসহ্য হয়ে যাচ্ছে, সেই ধরনের কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে বারে বারে। মেদিনীপুরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিজেপি
রবিবার,০১/১১/২০২০
645

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: