“হয় স্বীকৃতি দিন, নাহলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন”- করোনা যোদ্ধা


বুধবার,০৪/১১/২০২০
591

পশ্চিম মেদিনীপুর:- “হয় স্বীকৃতি দিন, নাহলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন”, শালবনী করোনা হাসপাতালের ‘করোনা যোদ্ধা’রা আজ (বুধবার) এই মর্মে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক ডঃ রশ্মি কমলের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন। স্মারকলিপির উপরেই শিরোনাম, “চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের গণ আত্মহত্যার অনুমতি প্রার্থনা নিমিত্ত আবেদন পত্র।” ওই করোনা যোদ্ধাদের অভিযোগ, ২০১৬ সাল থেকে তাঁরা স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত আছেন। মানবিকভাবে ও নিষ্ঠাভরে তাঁরা আগেও পরিষেবা দিয়ে এসেছেন, বর্তমানে কোভিড যুদ্ধেও প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা পরিষেবা দিয়ে চলেছেন, অথচ আগে তাঁদের বেতন আগে ছিল ৮৫০০ টাকা, তা কমে হয়েছে ৭৫০০ টাকা। নেই পিএফ ও ইএসআই। বোনাস দেওয়া হয়েছে মাত্র ১০০০ টাকা। সর্বোপরি, নেই কোন সরকারি স্বীকৃতি। তাই, অবিলম্বে তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক।

বিজ্ঞাপন: এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন: 9733377444

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট