অমিত শাহ কে কুকুর ছাগলের সঙ্গে তুলনা করলেন জঙ্গলমহলের জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা


বুধবার,১১/১১/২০২০
975

ঝাড়গ্রাম : অমিত শাহ কে কুকুর ছাগলের সঙ্গে তুলনা করলেন জঙ্গলমহলের জনসাধারণ কমিটির প্রাক্তন নেতা তথা তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো । বুধবার ঝাড়গ্রাম ব্লকের সার্ডিহা এলাকায় বিজয়া সম্মেলনী ও কর্মী সম্মেলন আয়োজন করা হয় ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । এদিনের সভায় উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো সভা মঞ্চ থেকেই এদিন তিনি বলেন , অমিত শাহজি বাঁকুড়াতে এসে দিদির রেশনের চাল হাটুগেড়ে খাচ্ছে আর দীলিপবাবু কি বলছে পশ্চিমবঙ্গে যে চালটি দেয়া হয় সেটা কুকুরে ছাগলে খায় তাই অমিত শাহ কি কুকুর ছাগল ? আপনারা উত্তর দিন এখানে হয়তো অনেকে বিজেপি আছেন । এই গ্রামে বা এই তল্লাটে এই আওয়াজ নিশ্চয়ই তাদের কানে যাচ্ছে ।  আপনারা উত্তরটা খুঁজুন আপনাদের নেতা বলেছে পশ্চিমবাংলায় যে চাল দেয়া হয় তা না কি কুকুরে ছাগলে খায় অমিত শাহ যেটা খেয়ে গেলেন তিনি কি কুকুর ছাগল এর উত্তর দিন ।

এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে ছত্রধর মাহাতো বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় আমার বাড়িতে গিয়েছিলেন কেন ? আমার মায়ের পায়ে হাত দিয়ে বলেছিলেন কেন মনে নেই। তাকে নাকি কোন জায়গায় কোন ছেলে জিজ্ঞেস করেছে চাকরি কোথায় । বলবেই হবে বছরে ২ কোটি চাকরি গেল কোথায়।  তাই বলি আপনারা ভুল করবেন না দিদির কাছ থেকে সরে যাবেন না । এদিনের অনুষ্ঠানে ছত্রধর মাহাতো ছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু,  ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কোর্ডিনেটর অজিত মাহাত এছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব ।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট