ধনতেরাসে লক্ষ্মীলাভের আশায় ভিড় সোনার দোকানে


শুক্রবার,১৩/১১/২০২০
3072

ত্রয়োদশী তিথিতে পালিত হচ্ছে ধনতেরাস। মূলত অবাঙালিদের উৎসব হলেও বেশ কয়েক বছর ধরে বাঙালিরাও বেশ আড়ম্বর সহকারে এই উৎসবের ভাগীদার হচ্ছেন। অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে সোনা, রুপো কিংবা ধাতুর কোন সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন গয়নার দোকান গুলিতে।
করোনার জেরে টানা লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল শহরের গয়নার দোকান গুলি। লকডাউন উঠে যাওয়ার পর দোকানগুলি ধীরে ধীরে খুলতে থাকলেও জমছিল না বাজার। মানুষের হাতে অর্থ না থাকায় বেচাকেনা একপ্রকার শিকেয় উঠেছিল। তবে ধনতেরাস উপলক্ষ্যে ক্রেতারা কেনাকাটা করছেন বলে জানালেন এক স্বর্ণব্যবসায়ী।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একেবারেই জিরো থেকে নতুন করে শুরু করতে হয়েছে। এই উৎসবের মরসুসে ব্যাবসা ৬০ শতাংশে পৌঁছেছে বলে জানালেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে।

নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে শহরের স্বর্ণ প্রতিষ্ঠানগুলি। এই উৎসবের মরসুমে ক্রেতাদের উপস্থিতি তাদের অনেকটাই আশার আলো জাগিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট