রুখে দাঁড়ানোর ডাক পার্থ’র


সোমবার,৩০/১১/২০২০
650

সংবিধান ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে এক রাজনৈতিক কর্মশালায় এই ডাক দেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনহিতকর প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

সংবিধান ধ্বংসকারী শক্তিকে পরাস্ত করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক কর্মশালায় তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই ডাক দেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সমাজকে এক রাখতে হবে।
এদিনের রাজনৈতিক কর্মশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত একাধিক জনকল্যাণকর প্রকল্পের উল্লেখ করেন স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের মহাসচিব। তিনি বলেন রাজ্যের এমন কোন পরিবার নেই যে পরিবারের কোনো না কোনো সদস্য রাজ্য সরকারের গৃহীত কোন প্রকল্পের সুযোগ-সুবিধা পাননি।
কেন্দ্রের বিজিপি সরকারের আমলে দেশের মহিলা, দলিত, তপশিলি জাতি উপজাতি, আদিবাসি, কৃষকসহ সর্বক্ষেত্রে অত্যাচার চলছে। তা প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিনের রাজনৈতিক কর্মশালায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায়, তৃণমূল নেতা দেবাশীষ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট