মুখ্যমন্ত্রীর উদ্যোগে, প্রত্যেক রাজ্যবাসীর বাড়ির ‘দুয়ারে’ সরকারি পরিষেবা


মঙ্গলবার,০১/১২/২০২০
940

ঝাড়গ্রাম:- মুখ্যমন্ত্রীর উদ্যোগে, প্রত্যেক রাজ্যবাসীর বাড়ির ‘দুয়ারে’ সরকারি পরিষেবা দিতেই অভিনব কর্মসূচি- “দুয়ারে সরকার” ১ ডিসেম্বর থেকেই শুরু হল। এদিন জেলা শাষকের কার্যালয়ে“দুয়ারে সরকার”এর ট্যাবলোর শুভসূচনা করলেন ঝাড়গ্রামের জেলাশাষক আয়েশা রানি এ,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাদিপতি মাধবী বিশ্বাস। এই ট্যাবলো ঝাড়গ্রাম শহর ঘুরে ঘুরে রাজ্য সরকারের এগারোটি প্রকল্প সম্পর্কে মানুষকে জানান দিবে। বিধানসভার ঠিক মুখে রাজ্য সরকারের এই “দুয়ারে সরকার” কর্মসূচি ভোট রাজনীতির ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ হলেও, হয়ে যেতে পারে। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু, জয় জোহার প্রভৃতি প্রকল্পগুলিতে এবার সরাসরি সাধারণ মানুষ নাম নথিভুক্ত করতে পারবেন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এবার থেকে আর বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হবে না, প্রশাসনের আধিকারিকরাই এবার আপনার ‘দুয়ারে’ (পড়ুন, এলাকায়) ফর্ম নিয়ে পৌঁছে যাবেন। সেই প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। চলবে আগামী দু’মাস।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট