স্বাগতা ভট্টাচার্য্য : সকাল সকাল বাস ধরে চলে গেলাম হাওড়া । ৫:8৫ এর বাস ধরলাম বাটা (নিউল্যান্ড) থেকে ,হাওড়া তে যখন পৌছালাম তখন ৬:8০ । আমিতো হাওড়া পৌছে দাড়িয়ে আছি এদিকে আমার সহকর্মী বিদিশা দি তখনও পৌছায়নি । সে পৌছাল ৭:১০ । তারপর আমরা স্টেশনে গেলাম ,টিকিট কেটে ৭:২৫ এর গোঘাট লোকাল ধরলাম । ট্রেনটি গোঘাট এ পৌছাল ১০ টা । স্টেশনের বাইরে কিছু গাড়ি দাড়িয়ে ছিল – কামারপুকুর,জয়রামবাটি বলে হাঁকছিল । একটি মারুতি ভ্যান এ উঠে বসলাম ,প্রায় ২০ মিনিট পরে কামারপুকুরে পৌছালাম । মন্দিরে গিয়ে ভোগের কুপন কেটে নিলাম । তারপর চারিদিক ঘুরে দেখতে লাগলাম – হালদার পুকুর , লাহাবাবুদের দূর্গামন্দির বিষ্ণুমন্দির ,ঠাকুরের পাঠশালা ,সমাধিস্থল ইত্যাদি । ঘুরে এসে প্রসাদ খাওয়ার ঘরে ঢুকলাম ,সেখানে সারি দিয়ে বেঞ্চ পাতা ছিল ,প্রতিটা বেঞ্চ আবার অ্যালুমিনিয়াম সীট দিয়ে কভার করা । খাওয়া দাওয়া সেরে বেরোলাম প্রায় ১ টা । খাওয়ারের পদে ছিলো – ভাত ,সয়াবিনের তরকারী ,শাক ,ডাল ,কুমরোর চাটনি ,পায়েস । এরপর মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে এসে বাইরের দোকান থেকে সাদা বোদে কিনলাম । তারপর জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিলাম । কামারপুকুর থেকে একটি টোটো করে পৌছেগেলাম জয়রামবাটি ,তখন ঘড়িতে ১: ৩০ । মন্দির তখন বন্ধ । আবার খুলবে ৩:৩০ এ । এতোক্ষন সময় কিভাবে কাটাবো ভাবতে ভাবতে পাশেই সিংহবাহিনী মন্দিরে গেলাম ।

ছবি : স্বাগতা ভট্টাচার্য্য
সেখানে বসার জায়গা ছিল,ওখানেই বসলাম । তারপর প্রায় ৩ টে নাগাদ ওখান থেকে বেরিয়ে এলাম । মন্দিরের সামনে সাজার জিনিস ,ব্যাগ ইত্যাদির দোকান ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম । তারপর ৩:৩০ বাজতেই মন্দিরে প্রবেশ করতে দিলো । আমরা মন্দিরে এ ঢুকে চারিদিক ঘুরে দেখলাম – মায়ের পুরনো বাড়ি ,রান্না ঘর , রান্নার সরঞ্জাম ,মায়ের নতুন বাড়ি , গোয়াল ঘর ,বিশাল ক্ষেত ইত্যাদি । বেশীক্ষন থাকার উপায় ছিলোনা ,কারন আবার ফেরার ট্রেন ধরতে হবে । ৩:8৫ এ বেরিয়ে এলাম । এরপর বাসস্ট্যান্ড এ গিয়ে বাস ধরে আরামবাগ পৌছালাম ,সেখান থেকে অটো করে আরামবাগ স্টেশনে পৌছালাম । টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম ।একটু খিদে খিদেও পেয়েছিল তাই স্টেশনে মুড়ি মাখা খেলাম । তারপর ৫:২৫ এ ট্রেন এলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম । ট্রেনটি হাওড়ায় ঢুকলো ৮ টায় । সেদিন ছট্ পূজো উপলক্ষ্যে ছুটি ছিল বলে ট্রেনে তেমন ভির ছিলনা ,ফাকাই ছিল । তারপর হাওড়া থেকে বাস ধরে বিদিশা দি চলে গেল ওর বাড়ির উদ্দেশ্যে আর আমি আমার বাড়ির দিকে চলে এলাম । একদিনের ভ্রমন বেশ ভালই হলো ।

ছবি : স্বাগতা ভট্টাচার্য্য
আমার এই ভ্রমন এক বছর আগের তাই বর্তমান পরিস্থিতিতে হয়ত অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে ।
Headphones Speakers and Accessories Upto 40% Off
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More