কলকাতা : কৃষি বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর আর রাস্তায় নেমে লাভ নেই। সবাই জানে সিঙ্গুরের আজ কি অবস্থা। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশজুড়ে আন্দোলনের ডাককে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তিনি বলেন সিঙ্গুরে লড়াই করেছিলেন মমতা। সিঙ্গুরের মাস্টার মশাইকে নিয়ে আন্দোলন চলেছিল। আজ তিনি আর্তনাদ করছেন। সব্যসাচী আরও বলেন যার নেতৃত্বে নন্দীগ্রামে আন্দোলন সংঘটিত হয়েছিল তিনি আজ বেসুরো গাইছেন। সিঙ্গুর ও নন্দীগ্রামে গত ১০ বছরে যে পরিস্থিতি হয়েছে তা বাংলার মানুষ জানেন। মন্তব্য এই বিজেপি নেতার।
Auto Amazon Links: No products found.