বহিরাগতদের দেখলেই এফআইআর করুন: মমতা


বৃহস্পতিবার,১০/১২/২০২০
402

রাজনৈতিক নিউজ ডেস্ক : : বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার কৃষক সমাবেশ থেকে মমতার হুঁশিয়ারি, বহিরাগতদের বাংলার দখল নিতে জীবন থাকতে দেবেন না। বহিরাগতরা গ্রামে গ্রামে ঢুকে আগুন জ্বালাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের পরামর্শ দেন, অচেনা কাউকে দেখলেই জবাবদিহি চান, কেন তারা এসেছেন। থানায় এফআইআর করুন। মমতা এদিন বলেন, কেন্দ্রের কালা কৃষি আইন আমরা মানবো না। কৃষকদের ওপর অত্যাচার চলছে। তিনটে বিলই বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

মোদি সরকার কোন গনতন্ত্র মানছে না, সংবিধান মানছে না। বিজেপি ৩০০ এমপি নিয়ে যখন যা ইচ্ছে তাই আইন করছে। প্রতিদিন আরএসএস-র নাম করে
এরা নতুন হিন্দু ধর্মের আমদানি করছে, বিজেপির খেলা এটা। মোদি সরকার নাটক করে ভিডিয়ো করে মিডিয়াকে পাঠিয়ে দিচ্ছে। ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, প্রত্যেকটা আন্দোলনকে নষ্ট করতে একটা করে নাটক করছে কেন্দ্রের বিজেপি সরকার।
নয়া কৃষি আইন নিয়ে মমতা বলেন, কৃষকদের সব লুঠ করে নেওয়ার ষড়যন্ত্র করছে। সব আদানি-আম্বানিদের হাতে তুলে দিতে চাইছে। জনগন তা হতে দেবে না।

বিজেপির জনসংযোগ অভিযানকে কটাক্ষ করে বাংলার জননেত্রী বলেন, জনগন থাকবে তারপর তো জনসংযোগ করবে।

বিজ্ঞাপন

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট