হাওড়া: হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় আগুন। একটি বাড়িতে আগুন লাগে। রাত সাড়ে ৯টা ঘটনাটি ঘটে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। বাড়িতে মহিলা সহ তিনজন ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়। কোনও হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগল জানার চেষ্টা চলছে। সালকিয়া চৌরাস্তা সংলগ্ন হাসনা বিবি লেনের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সালকিয়া চৌরাস্তা সংলগ্ন হাসনা বিবি লেনের এই ঘটনায় এলাকায় আতঙ্ক#BreakingNews #BanglaExpressNews pic.twitter.com/Jp8578MQTi
— Bangla Express News (@BanglaExpressIn) December 12, 2020