মানুষের কথা ভেবে দলীয় কার্যালয়কেই উপস্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা হল


বৃহস্পতিবার,১৭/১২/২০২০
520

হাওড়া-উলুবেড়িয়া: রাজ্যজুড়ে যখন দলীয় কার্যালয় দখলের লড়াই চরমে তখন অন্য ছবি দেখা গেল উলুবেড়িয়ায়। মানুষের কথা ভেবে দলীয় কার্যালয়কেই উপস্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা হল।উলুবেড়িয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য। কিন্তু এলাকায় উপযুক্ত ভবন না থাকায় এতদিন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা সম্ভব হচ্ছিল না।এলাকার সাধারণ মানুষের স্বার্থে জগদীশপুরের সামন্ত পাড়ার তৃণমূল কংগ্রেসের কার্যালয়কেই উপ-স্বাস্থ্যকেন্দ্র রূপান্তরিত করার জন্য উলুবেড়িয়া পৌরসভার হাতে তুলে দেওয়া হলে সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাধারণ মানুষের চিকিৎসার জন্য উপ-স্বাস্থ্যকেন্দ্র রূপান্তরিত হল।

এলাকার মানুষরা জানান একটু শরীর খারাপ হলে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যেতে হত চিকিৎসার করাতে।কিন্তু এলাকায় উপযুক্ত জায়গা না থাকায় কিভাবে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে তা নিয়ে সংশয় দেখা দেয়।অবশেষে উলুবেড়িয়া পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাসউদ্দীন খানের উদ্যোগে দলীয় কার্যালয়টিকে উলুবেড়িয়া পুরসভার হাতে তুলে দেয়া হলে উপস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ। আব্বাস উদ্দিন খান জানান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই উপস্বাস্থ্য কেন্দ্রে মানুষের সব রকম চিকিৎসা করাতে পারবে সাধারন মানুষ।

বিজ্ঞাপন
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট